মাদ্রিদে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৪, ৭:৩৪:৫৩ অপরাহ্ন
স্পেন থেকে সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি তথা ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন এর উদ্যোগে দেশটির রাজধানী মাদ্রিদস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সংগঠনের সভাপতি মোঃ দুলাল সাফার সভাপতিত্বে স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, ঢালী আহমদ, আসাদুর রহমান সাদ, আব্বাস আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বেপারী, যুবলীগ নেতা মামুন হাওলাদার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ হারুন আব্বাস মিয়া, শামসুল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুল্লাহ হাবিবুর রহমান প্রমুখ।