দক্ষিণ সুরমায় ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৪, ৯:০৫:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিয়াজ উদ্দিন (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জীবনপুর এলাকার পূর্বইসলামপুর ইউনিয়নের মৌলভী ইছহাকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে এসএমপি মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের





