দক্ষিণ সুরমায় দুগ্ধ সমবায়ের ঋণের চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৪, ৮:২৫:২৩ অপরাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম বলেছেন, উন্নয়নের গতিশীলতায় সমবায়ের গুরুত্ব অপরিসীম। দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ বিপর্যয় প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তাবলয় সৃষ্টির অন্যতম শক্তি সমবায়ী উদ্যোগ।
তিনি বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ হলরুমে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দুগ্ধ সমবায়ীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক তোফায়েল আহমদ, সিলেট জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত, এআরও তানিম রহমান।
অনুষ্ঠান শেষে দুগ্ধ সমবায় সমিতির ৪৭ সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি





