কয়লা আমদানীকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ৮:০৬:৪০ অপরাহ্ন
সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের ২০২৩-২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য ও দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে নানান প্রদক্ষেপ হাতে নিয়েছেন। সিলেট কয়লা আমদানীকারক গ্রুপকে ব্যবসায়ীদের স্বার্থে আমদানীকারকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ব্যবসা ক্ষেত্রে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ কার্যনির্বাহী কমিটির সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও অফিস সচিব গুরুপদ দেব মোহিত এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন গ্রুপের সহ সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া।
গ্রুপের ২০২৩-২৪ইং সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন। ২০২২-২৩ সালের অডিটকৃত হিসাব ও ২০২৪-২০২৫ সালের গ্রুপের সম্ভাব্য বাজেট পেশ করেন গ্রুপের অর্থ-সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী।
বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন- গ্রুপের সাবেক সভাপতি দিলওয়ার হোসেন, সাবেক সভাপতি মো. এমদাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল হামিদ, সৈয়দ আহমদ, মনসুর চৌধুরী, মো. শাহীন চৌধুরী, মো. নাসির উদ্দিন, সারোয়ার হোসেন ছেদু, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী, মো. রিয়াজ উদ্দীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক মঞ্জু গোপাল সরকার, আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, প্রচার সম্পাদক সোহেল আহমদ, কার্যকরী সদস্য মো. সেলিম আহমদ, মো. শাহ আলম, মো. কামাল উদ্দিন, আব্দুল আহাদ, মো. মনিরুল হক, মো. নিয়াজ উদ্দিন, মো. জুয়েল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি