সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৪, ৭:১৯:০৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে থেমে থেমে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এপারে ১৭০ মিলিমিটার ও চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুরমা নদীর পানি এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ সে.মি. বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পর্যটন এলাকা তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক আবার তলিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উজানে অর্থাৎ মেঘালয় চেরাপুঞ্জিতেও বৃষ্টি আছে। তাতে সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পাবে। একইসঙ্গে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, পানি ধীরে ধীরে বাড়ছে। নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।





