৩য় দফা বন্যায় ডুবলো গোয়াইনঘাট
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৪, ৮:০৮:২৮ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: এক মাসের মাথায় ৩য় দফা বন্যার আঘাতে সাড়ে ৩ লক্ষ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। রোববার সকাল থেকে আবারও তলিয়ে গেছে গোয়াইনঘাট। বেলা ৩টা থেকে জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হাওরাঞ্চলে অর্ধসহস্রাধিক ঘরবাড়ি নিমজ্জিত রয়েছে। প্রশাসন লোকজনদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানাচ্ছে।
গোয়াইনঘাটে ৩য় দফা বন্যায় লক্ষাধিক মানুয পানিবন্দি হপে পড়েছেন। ১৩ ইউপির হাওরাঞ্চলে অর্ধ সহস্রাধিক ঘরবাড়ি আবার নিমজ্জিত। বিচ্ছিন্ন সকল সড়ক যোগাযোগ ব্যবস্থা। নদনদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বন্যা ভয়াবহ রূপ নিতে পারে সেই শঙ্কায় প্রশাসন যে সমস্ত ঘরবাড়ি ডুবে যাওয়ার সম্ভাবনা তাদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানাচ্ছে।
পার্শ্ববর্তী দেশ ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বন্যা আরও ভয়াবহ আকার ধারনের শঙ্কা রয়েছে। গোয়াইনঘাট মাত্র ৩৫ দিনের মধ্যে ৩য় দফা বন্যাক্রান্ত হওয়ায় মানুয যেন অস্তিত্বহীন হয়ে পড়েছেন। নিম্ন আয়ের মানুষেরা জীবন জীবিকা নির্বাহে হয়ে পড়েছেন কিংকর্তব্যবিমুঢ়।





