মালয়েশিয়ায় ৩ দিনে বাংলাদেশীসহ ১৪২ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৪, ৬:০৬:২০ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ার নেগেরি সিম্বিলান রাজ্যে ৩ দিনের অভিযানে বাংলাদেশিসহ ১৪২ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ২৮ থেকে ৩০ জুন রাজ্যের কুয়ালা পিলাহের আশেপাশে ৩৪ টি স্থানে ৩ দিনের অভিযানে অভিবাসীদের আটক করে অভিবাসন বিভাগ।
নেগেরি সেম্বিলান এর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএমএনএস) পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেছেন, অভিযানে মোট ৩১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র নেই, মোট ১৪২ জন অবৈধ অভিবাসীকে অভিবাসন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন এর অধীনে বিভিন্ন অপরাধে মিয়ানমারের ২৬, পাকিস্তানের ৬, ইন্দোনেশিয়ার ৭১, বাংলাদেশী ৩২, কম্বোডিয়ান ৫ এবং ভারতের ২ নাগরিকসহ মোট ১৪২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের বয়স ২১ থেকে ৫৪ বছরের মধ্যে।
পরিচালক কেনিথ তান আই কিয়াং ১ জুলাই সোমবার এক বিবৃতিতে বলেছেন, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানের সময় বিদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
শুধু তাই নয় অভিযান থেকে বাঁচতে তাদের কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আবার কেউ কেউ ধরা এড়াতে সিলিংয়ে লুকিয়ে থাকার চেষ্টাও ব্যর্থ হয়। পরবর্তী পদক্ষেপ নিতে আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে পরিচালক জানিয়েছেন।
পরিচালক বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে যেকোন তথ্যকে স্বাগত জানাই এবং তথ্যদাতার গোপনীয়তা গ্যারান্টি সহকারে রক্ষা করা হয়। অবৈধদের নিয়োগ বা রক্ষা না করা তা করলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নিয়োগকর্তাদের সতর্ক করেন পরিচালক।