বিয়ানীবাজারে পানিতে ডুবে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৪, ৬:০১:০২ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুবরণকারি যুবক পাবেল আহমদ (২৫) কালাইউরা গ্রামের রফিক উদ্দিনের তৃতীয় ছেলে।
জানা যায়, বাড়ির পাশে জলাশয়ে জাল পেতেছিলেন ঐ যুবক। সেখানে সকালে মাছ আনতে যান। পরে সেখানে গিয়ে তার ডুবন্ত দেহ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তার বাবা। স্থানীয়দের সহযোগিতায় পাবেলকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, পানিতে ডুবেই পাবেলের মৃত্যু হয়েছে। লাশের সুরতহালের সময় কোন কিছু ধরা পড়েনি। তাছাড়া তার পিতা-মাতা ও স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যানসহ এলাকার লোকজন মৃত্যু নিয়ে তাদের কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন।