মহানগর শ্রমিক কল্যাণ ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভা
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৪, ৬:০৫:১২ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সাবেক সিলেট মহানগর সভাপতি মোঃ শাহজাহান আলী বলেছেন, দেশ ও জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। দুর্নীতি আর লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই অবস্থা থেকে জাতিকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শ্রমজীবী মানুষকে উদ্ধুদ্ধ করতে হবে। ভুলে গেলে চলবেনা যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের দিকভ্রান্ত ও দ্বিধাবিভক্ত শ্রমিক সমাজের আশা-ভরসার আশ্রয়স্থল।
তিনি সোমবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন ট্রেড ইউনিয়ন থানা-২-এর মাসিক দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগরের ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি মোঃ দিলশাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদারের পরিচালনায় জিন্দাবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেডারেশনের ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল, কোতোয়ালী থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন, থানা সাংগঠনিক সম্পাদক রুস্তম আলম কুদ্দুস, সিলেট জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রহিম, সিলেট সদর অটো রাইসমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী তাজুল, সিলেট মহানগর দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলুর রহমান শিপু, মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন আহমদ, সহ সাধারণ সম্পাদক জুবের আহমদ, সদর ইলেক্ট্রনিক নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সদর দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী মনসুর আলী, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুন্না আহমদ, সংবাদপত্র ও হকার্স শ্রমিক ইউনিয়নের সহ সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, শ্রমিক নেতা শাহরিয়ার ইমন, মিনু মিয়া, শাহজাহান মিয়া, মাজহারুল ইসলাম ও মোস্তফা কামাল প্রমূখ। বিজ্ঞপ্তি