সিলেট-ছাতক রুটে পুনরায় ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৪, ৬:৩২:১৭ অপরাহ্ন
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার সিলেট-ছাতক রুটে ট্রেন পুনরায় চালুর দাবিতে রেলমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সুনামগঞ্জ-৫টি আসনের সংসদ সদস্যদের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মিল্লাত আহমদ। বিজ্ঞপ্তি