কুদরত উল্লাহ জামে মসজিদ ওয়াকফ এস্টেট পরিদর্শনে ওয়াকফ প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৪, ৬:২৪:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ওয়াকফ প্রশাসক বাংলাদেশ অতিরিক্ত সচিব ড. মো: গোলাম কবীর শুক্রবার বেলা সাড়ে ৩টায় কুদরত উল্লাহ জামে মসজিদ ওয়াকফ এস্টেট পরিদর্শনে আসেন। এ সময় মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারী ও সদস্যরা তাঁকে স্বাগত জানান।
পরে ওয়াকফ প্রশাসক কমিটি সদস্যদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি ওয়াকফ এস্টেটের আয় বৃদ্ধির জন্য এই কমপ্লেক্সকে নতুনভাবে ঢেলে সাজানোর পরামর্শ প্রদান করেন। মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারী দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর তাঁকে মসজিদ কমপ্লেক্সের একটি মাস্টার প্ল্যান তৈরী হচ্ছে বলে অবহিত করেন।
মতবিনিময় সভায় মসজিদ কমিটির সহকারী সেক্রেটারী নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, সদস্য ই ইউ শহীদুল ইসলাম শাহীন এডভোকেট, সদস্য মো: আব্দুস সোবহান, ইমাম ও খতিব সাঈদ বিন নূরুজ্জামান ছাড়াও সিলেট মহানগর এসিল্যান্ড, সিলেটের ওয়াকফ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





