তেতলীতে পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন উপজেলা চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৪, ৬:২০:৫৩ অপরাহ্ন

দক্ষিণ সুরমার তেতলীতে ঢাকা-সিলেট মহাসড়কের দারোগা বাড়ী নামক স্থানে সিলেট সিটি কর্পোরেশনের প্রকল্পে মাটি ভরাট করায় দুই মাস যাবত বন্যা ও জলাবদ্ধতায় পরিণত হয়েছে। তেতলী ইউনিয়নের ২নং ও ৬নং ওয়ার্ডের পানি নিস্কাশনের একমাত্র পথ হচ্ছে দারোগা বাড়ীর রাস্তার পাশের ব্রিজ। সিলেট সিটি কর্পোরেশনের প্রকল্পে মাটি ভরাট সামনের অংশে পানি নিস্কাশনের ব্যবস্থা না করায় বন্যা ও জলাবদ্ধতায় ওয়ার্ডবাসীর জনদুর্ভোগ পোহাতে হচ্ছে।
জনদুর্ভোগ লাঘবে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম শনিবার স্থানটি পরিদর্শন করেন। এসময় তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশনের প্রকল্পে মাটি ভরাট সামনের অংশ খাল ছিল। এ অংশের মাটি না সরিয়ে প্রকল্পের কাজ চলমান ছিল। যার ফলে অত্র ওয়ার্ডগুলোতে পানি নিস্কাশনের ব্যবস্থা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দক্ষিণ সুরমাকে বন্যা ও জলাবদ্ধতা থেকে বাঁচতে হলে বর্জ্য অপসারন ও খাল খনন করতে হবে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের এক্সেভেলটরের মাধ্যমে পানি নিস্কাশনের ব্যবস্থা করেন। এসময় উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অলিউর রহমান ও ইউপি সদস্য লিটন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





