আইডিয়াল মাদ্রাসায় আশুরার তাৎপর্য শীর্ষক সভা
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৪, ৬:৫৪:০৮ অপরাহ্ন

সিলেট আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে ১০ মহররম পবিত্র আশুরা দিবস পালিত হয়েছে। বুধবার আশুরা দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা এএইচএম সোলায়মানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমসি বিশ^বিদ্যালয় কলেজের সাবেক অর্থনীতি বিভাগের প্রধান ও ইসলামী গবেষক প্রফেসর ড. মো: আবদুল আহাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারবালার প্রান্তরের সেই ঐতিহাসিক ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সমসাময়িক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে অন্যায় আজ দাপটের সাথে সত্যকে গ্রাস করে যাচ্ছে। বিশ্বব্যাপী মানবতা, মুসলিম নিধন চলছে। এমতাবস্থায় দেশপ্রেমিক মানবতাবাদীদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যে কোন জুলুম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল মাদ্রাসার রেক্টর জাহেদুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. নাজিম উদ্দীন, মোঃ ফারুক মিয়া, হাফিজ ফখরুল ইসলাম, আমির হোসাইন, আমিনুল বারী, আহমদ আল মাসুদ ও হোসাইন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





