বর্ন্যাতদের ইপসা ও বিএসআরএম’র ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৪, ৭:৪০:০৩ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়ন ও গোলাপগঞ্জ উপজেলার দুর্গম নাওয়াই দক্ষিণভাগ কমলগঞ্জে বন্যার্তদের মাঝে ইপসা’র উদ্যোগে ও বিএসআরএম এর সহযোগিতায় মঙ্গল ও বুধবার ত্রাণ সামগ্রী করা হয়েছে।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল, বিএসআরএম সিলেট রিজিয়নের ইনচার্জ নিয়াজ মোরশেদ, ইপসা ঢাকা অফিসের প্রধান মোঃ নাজমুল হায়দার, আনসার ভিডিপির দলনেতা ইমতিয়াজ রহমান ইনু, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মতিন, মজই মিয়া, হেলন মিয়া, অলিম উদ্দিন, হেলাল মিয়া, হোসেন মিয়া, লিয়াকত আহমদ, রিয়ান মিয়া, সেজিম মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি





