জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৪, ৬:৪৭:২২ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের এলোঙ্গিকান্দি গ্রামের দিনমজুর লতিফুর রহমানের স্ত্রী।
জানা গেছে, ২৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফা বেগমের মৃত্যু হয়। যদিও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুতে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।





