সিলেটে কারফিউর ৮ম দিন : স্বাভাবিক হয়েও যেন হচ্ছেনা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৪, ৯:৪৩:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কারফিউ শিথিলে সিলেটে জনজীবন স্বাভাবিক হয়েও যেন হচ্ছেনা। একটা নির্দিষ্ট সময় কারফিউ শিথিলে মানুষজনকে ভয় নিয়েই চলতে হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ করার বাধ্যবাধকতা থাকায় বেড়েছে ভোগান্তি।
চলাচল করছে যান, চলছে দূরপাল্লার বাসও। নগরীতে আসা-যাওয়া করছে পণ্যবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাস। দোকানপাট-বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়। সড়কে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যানজট।
শনিবার নগর ঘুরে ও প্রতিনিধিদের পাঠানো বার্তায় জানা যায়, সিলেট নগর থেকে গ্রাম সাবখানেই কারফিউ শিথিলের সাথে সাথে বাড়ে কর্মব্যস্ত মানুষের চলাচল। শনিবার ছুটির দিন থাকলেও মানুষজন জরুরী কাজে নগরে আসেন। আবার উপজেলা সদরেও কেনাকাটায় মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। তবে মানুষ বলছেন, ভোগান্তি অবস্থার মধ্য দিয়েই যাচ্ছেন তারা। সকলেই চাইছেন দ্রুতই কারফিউ তুলে দেয়া হোক।
খুলছে প্রায় সব দোকানপাট ও বিপণিবিতান। তবে গ্রাহকের উপস্থিতি খুবই কম। ব্যবসা প্রতিষ্ঠানে নেই কাঙ্ক্ষিত ক্রেতা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে টানা এক সপ্তাহেরও বেশী সময় কারফিউ থাকায় সিলেটের বাজারে প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে। পর্যটনের ভরা মৌসুমে পর্যটকরা সিলেট আসতে না পারায় বিশাল ক্ষতির মুখে পড়েছে এ খাতটি। এছাড়া যানচলাচল বন্ধ থাকায় নিন্ম আয়ের মানুষ বিশেষ করে রিকশা ও সিএনজি অটোরিকশা চালকরা নানা ধরণের ক্ষতির সম্মুখীন হন। অনেকের বাসা বাড়িতে খাদ্যাভাব দেখা দেয়। সিলেটের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কারফিউ শিথিলের সময় বাড়ানোর কারণে খেটে খাওয়া মানুষেরা আবারো কাজে ফিরেছেন, তবে এখনো অনেক প্রতিষ্ঠান বন্ধ।
টানা বন্যা, কোটা আন্দোলন, শাট ডাউন এবং কারফিউ, এই অবস্থায় প্রায় দু’মাস ধরে দৈন্যদশা চলছে সিলেট অঞ্চলে। এতে ব্যবসায় ক্ষতির পরিমাণ ১৫ হাজার কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা।কারফিউ শিথিলের মাঝেও টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব। এতে মানুষের মাঝে স্বস্তির পাশাপাশি আছে আতঙ্কও।সিলেটে আজ রোববারও কারফিউ চলবে। তবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এদিকে, ইন্টারনেটে ধীরগতি কাটছেনা। এতে ভোগান্তিও কাটছেনা ফ্রিল্যান্সারদের। তাই হতাশাও ভর করেছে তাদের। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সিলেট। গত ১৭, ১৮ ও ১৯ জুলাই পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
এরপর ১৯ জুলাই রাত ১২টা থেকে সারা দেশের মতো সিলেটেও সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়। প্রথম দফায় ২০ জুলাই দুপুর ১২টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে থেকে ২ ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে দ্বিতীয় দফায় কারফিউ জারি করা হয়। তারপর থেকে নিয়মিত শিথিল করা হলেও কারফিউ চলমান রয়েছে।