সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৪, ৬:৩২:১১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। শনিবার সকাল সাড়ে ১২টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এর নেতৃত্বে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয় থেকে নুরুল হুদা মুকুট এর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, শাহরিয়ার নূর নিহান, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিমন রহমানসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।