সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৪, ৬:৩৪:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সারাদেশে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার প্রতিবাদ ও ৯ দফার দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শনিবার দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।
এসময় তারা আন্দোলন দমনের নামে সারাদেশে ছাত্র ও নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলাবাহিনীর দমনপীড়নের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করেন। অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্রদের ৯ দফা দাবি মানতে সরকারকে আহ্বান জানান আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে সুনামগঞ্জের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ছাড়াও জেলার শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।