বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল কোম্পানীগঞ্জ
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৪, ৭:৩৮:৪১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: শান্ত কোম্পানীগঞ্জ হঠাৎ অশান্ত হয়ে উঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। এতদিন কোম্পানীগঞ্জে তেমন মিছিল সমাবেশ না হলেও হঠাৎ করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। সরকার দলীয় ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে ২ সাংবাদিক, ১৩ ছাত্র ও ২ যুবলীগ নেতা আহত হয়েছেন।
এদিন সকাল সাড়ে ১১টায় টুকেরবাজার থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যায় বৈষম্যবিরোধী ছাত্ররা। অন্যদিকে উপজেলা পরিষদ গেইটে আগে থেকেই অবস্থান করছিল আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্ররা মিছিল নিয়ে উপজেলা পরিষদ গেইটে আসলে পুলিশ তাদের মহাসড়ক দিয়ে সামনের দিকে যাওয়ার নির্দেশ দেয়। মিছিলটি উপজেলা পরিষদ গেইট অতিক্রম করার সময় পুলিশের পেছন থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়ে। এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। পুলিশ তাদের আটকাতে চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। এসময় দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষের নিউজ সংগ্রহকালে আহত হন সাংবাদিক কবির আহমদ ও সোহরাব আহমদ। এসময় পুলিশের টিয়ারশেলে ১৩ আন্দোলনকারী আহত হয়। আন্দোলনকারীদের ছুঁড়া ইটপাটকেল ও ধাওয়ায় পড়ে ২ যুবলীগ নেতা আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এসময় প্রায় ৩ ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছিল বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়।