জুড়ীতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের পৃথক মিছিল
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৪, ৭:৪৫:৫৬ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতারসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার বেলা সাড়ে ৩ টায় প্রচন্ড বৃষ্টির মধ্যে কলেজ রোডের লন্ডন প্লাজার সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বর ঘুরে নিউ মার্কেট এলাকায় আসে। তখন ছাত্রলীগকর্মীরা তাদের ধাওয়া করলে পুলিশ শিক্ষার্থীদের কলেজ রোডের দিকে এবং ছাত্রলীগকে বাস স্ট্যান্ডের দিকে সরিয়ে দেয়। পরে ছাত্রলীগ মিছিল করে বিজিবি ক্যাম্পের দিকে চলে যায়।