চৌহাট্টায় শোক দিবসের ব্যানার-ফেস্টুন ভাংচুর
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৪, ৯:২৫:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী ঘিরে শনিবারও উত্তপ্ত ছিল সিলেট। বিকেলে নগরীর শহীদ মিনার থেকে শুরু হওয়া কর্মসূচী চৌহাট্টাসহ এর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় শিক্ষার্থীদের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চৌহাট্টা পয়েন্টে টানানো জাতীয় শোক দিবসের ব্যানার-ফেস্টুন ভেঙ্গে ও ছিঁড়ে ফেলেছে। সারাদেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও খুনের প্রতিবাদ শনিবার সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
জানা গেছে, দুপুর থেকে চৌহাট্টায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা ২টা থেকে চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। এতে এসে যোগ দেন বিভিন্ন স্কুল-কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা। এসময় সিলেট সিটি কর্পোরেশনের তৈরী বঙ্গবন্ধু ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ভেঙ্গে ফেলে আন্দোলনকারীরা। পরে তারা সেখানে বিভিন্ন স্লোগান লিখে রাখেন।