সিলেটে আজও ১৬ ঘণ্টা শিথিল থাকছে কারফিউ
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৪, ১২:৫৮:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে আজও ১৬ ঘন্টা শিথিল থাকছে কারফিউ। রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেটে কারফিউ শিথিল থাকবে। শনিবার বিকেলে দৈনিক জালালাবাদকে এই তথ্য জানিয়েছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
কোটা আন্দোলন ইস্যুতে সারাদেশের ন্যায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল সিলেটও। গত ১৭, ১৮ ও ১৯ জুলাই পুলিশ এবং ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক ও বিশ^বিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জন মারা যান।
অস্থিতিশীল পরিবেশে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে সারাদেশের ন্যায় সিলেটেও সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়। প্রথম দফায় ২০ জুলাই দুপুর ১২টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে থেকে দুই ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে দ্বিতীয় দফায় কারফিউ জারি করা হয়। তারপর থেকে প্রতিদিন ৮ ঘণ্টা করে সিলেটে শিথিল করা হয় কারফিউ। আর গেল রোববার থেকে ১৫ ঘণ্টা করে কারফিউ শিথিল করা হচ্ছিল। বৃহস্পতিবার থেকে ১ ঘন্টা বাড়িয়ে কারফিউ শিথিল করা হয় ১৬ ঘন্টা। সেই ধারাবাহিকতায় আজ রোববার নগরে কারফিউ ১৬ ঘন্টা শিথিল থাকছে।