সুনামগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৪, ৭:৩৭:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় আওয়ামীলীগের লোকজন পুরাতন বাসস্টেশনের বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করেন। তবে কিছু নেতা কর্মীর হস্তক্ষেপে বিএনপি অফিস রক্ষা পায়।
রোববার বেলা ১১ টায় সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি পয়েন্টে প্রথমে আন্দোলনকারীরা জড়ো হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের তাড়িয়ে দেয়। পরে শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও ছিটাগুলি নিক্ষেপ করতে দেখা যায়। এ সময় ছাত্রলীগও মিছিল করতে করতে এগিয়ে যেতে থাকে পুরাতন বাস স্টেশন এলাকার দিকে। আন্দোলনকারীরা এসময় অবস্থান নেয় আরপিননগর ও তেঘরিয়া গলির মুখে। ওখানেই বাঁধে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে। পুরাতন বাসস্টেশন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। উল্টোদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা।
এ সময় সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। আহত আন্দোলনকারী হাজীপাড়া হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগের শিবলু আহমদ ও যুবলীগের রঞ্জিত চৌধুরী রাজনসহ কয়েকজনকে পুরাতন বাসস্টেশন দিয়ে হাসপাতালে যেতে দেখা যায়। দুপুর একটার দিকে আওয়ামী লীগের কয়েকজন পুরাতন বাসস্টেশনের বিএনপি অফিসের দরজা ভেঙে আগুন দেবার চেষ্টা করে। পরে যুবলীগের ইস্পাহানিসহ কয়েকজন তাদের নিবৃত্ত করে।