জগন্নাথপুরে আ.লীগের পৃথক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৪, ৮:১৬:৫৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আ.লীগের বিবদমান দুই বলয়ের উদ্যোগে পৃথকভাবে জমায়েত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় পৌর পয়েন্টে পৃথকভাবে দুই বলয়ের নেতাকর্মীরা জমায়েত কর্মসূচি পালন করেছেন। জগন্নাথপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর নেতৃত্বে পৃথকভাবে দুই বলয়ের কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।