মাধবপুরে পুলিশের গাড়িতে ও সড়ক বাংলোতে আগুন
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৪, ৮:২১:৩৫ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধেী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে হবিগঞ্জের মাধবপুরে পুলিশের একটি পিকআপ ও সড়ক ও জনপথ বাংলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে। এছাড়া মহাসড়কে ৪টি মোটরসাইকেল এবং সড়ক ও জনপথের একটি প্রাইভেটকার পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ছাত্রদের ডাকা অসহযোগ চলাকালে সকালে মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশের একটি দল শান্তিশৃঙ্খলা রক্ষায় ঢাকা-সিলেট মুক্তিযোদ্ধা চত্বরে মোতায়েন ছিল। এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক শতাধিক ছাত্ররা ঢাকা-সিলেট মহাসড়ক মুক্তিযোদ্ধা চত্বরে মিছিল দিয়ে সমবেত হয়। এসময় পুলিশকে দেখে উপস্থিত ছাত্ররা উত্তেজিত হয়ে ওঠে। পুলিশ পাশের একটি দালানে গিয়ে আশ্রয় নেন। এরপর উপস্থিত ছাত্ররা জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেই। দুপুর ১২টার দিকে মাধবপুর উপজেলা শহরে আন্দোলনকারীরা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বাংলোতে আগুন ধরিয়ে দেয়। এতে বাংলো পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মাধবপুর প্রেসক্লাব হামলা চালিয়ে দরজা জানালা ও আসবাবপত্রসহ ব্যাপক ভাংচুর করা হয়েছে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, ছাত্রদের ডাকা অসহযোগ চলাকালে পুলিশের গাড়ি ও সড়ক ও জনপথ বাংলো আগুন এবং মাধবপুর প্রেসক্লাব সহ বিভিন্ন জায়গায় ভাংচুর করেছে।