নাগরিকদের ইরান ও লেবানন ছাড়ার আহ্বান ফ্রান্সের
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৪, ৮:২৯:০৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: মধ্যপ্রাচ্যে সামরিক ঝুঁকি বৃদ্ধির কারণে ফরাসি নাগরিকদের ইরান ও লেবাননে ছাড়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। রোববার দুটি পৃথক ভ্রমণ বিষয়ক পরামর্শে এই আহ্বান জানিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইরানে আকাশসীমা বন্ধ হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। তাই দেশটিতে বসবাসকারী ফরাসি নাগরিকদের সাময়িকভাবে ইরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি ইরানে ভ্রমণকারী নাগরিকদের শুক্রবার দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, লেবানন ছেড়ে যাওয়ার জন্য এখনও বাণিজ্যিক ফ্লাইট রয়েছে। লেবাননে থাকা ফরাসি নাগরিকদের, বিশেষ করে সেখানে যারা ভ্রমণ করছেন তাদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়টি।
এয়ার ফ্রান্স শনিবার বলেছে, তারা এবং তাদের সহযোগী ট্রান্সাভিয়া প্যারিস ও বৈরুতের মধ্যে তাদের ফ্লাইটগুলো স্থগিতাদেশ কমপক্ষে ৬ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। বুধবার তেহরানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়েহকে হত্যার পর উত্তেজনা বেড়েছে। বৈরুতে ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর নিহত হওয়ার একদিন পর তাকে হত্যা করা হয়।
শনিবার ফোনে আলাপকালে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজার্ন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।