অনির্দিষ্টকালের কারফিউ : তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৪, ৯:২০:১৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: গতকাল সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারির পাশাপাশি আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার সরকারের নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী।
এর আগে, রোববার সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ ঘোষণা করেছে সরকার। রাজধানীসহ সব বিভাগীয় শহর, জেলা সদর ও সিটি কর্পোরেশনে কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) বলবৎ করা হলো।
অপরদিকে বন্ধ দেশে চলমান উদ্ভূত পরিস্থিতির কারণে সোমবার, মঙ্গলবার ও বুধবার (৫-৭ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানান। এদিকে সোমবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যেকোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান।