নাগরিকদের নিরাপদে থাকার কথা বললো ভারত
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৪, ৯:২২:৪৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে দিল্লি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে এই সতর্কবর্তা দেওয়া হয়। সেখানে ভারতীয় নাগরিকদের সতর্ক ও নিরাপদ থাকার আহ্বান জানায় ভারত সরকার। এদিকে এমন পরিস্থিতিতে নিজ নাগরিকদের উদ্দেশ্য করে সিলেটে ভারতীয় অ্যাসিসটেন্ট হাইকমিশন জানায়, সিলেটের অ্যাসিসটেন্ট হাই কমিশন অব ইন্ডিয়ার আওতায় থাকা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীর হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার ও সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।