হাসিনার পদত্যাগে ওসমানীনগরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৪, ৭:৫৩:৩৮ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: শেখ হাসিনার পদত্যাগের পর পুরো ওসমানীনগরে শান্তিপূর্ণ আনন্দ মিছিল করেছে সাধারণ জনতা। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে সাধারণ জনতাকে সাথে নিয়ে আনন্দ মিছিল বের করে।
সোমবার দুপুর ২টা থেকে বৃষ্টির মধ্যে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজার, তাজপুর কদমতলা, গোয়ালাবাজার, দয়ামীর বাজারে জামায়াত শিবির, বিএনপি, ছাত্রদল, যুবদল ও সাধারণ জনতা খুশিতে রাস্তায় নেমে আসে। এরপর বিএনপি জামায়াত এর নেতা কর্মীরা সাধারণ জনতার মধ্যে মিষ্টি বিতরণ করেন। উপজেলার সাধারণ ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে মিছিলে অংশ নেন। বিভিন্ন স্ট্যান্ড এর শ্রমিকরাও তাদের টমটম, সিএনজি অটোরিকশা নিয়ে মিছিলে অংশ নিতে দেখা যায়। স্থানীয় তাজপুর বাজারের সাউথইস্ট ব্যাংক সংলগ্ন স্থানে মহাসড়কে মিছিলকারীরা খুশিতে লাইন বেঁধে পশ্চিম দিকে সেজদায় অবনত হতে দেখা যায়। মিছিলগুলো বিভিন্ন বাজারের মধ্যে গিয়ে দাঁড়িয়ে শ্লোগান দিতে দিতে নেতা কর্মীদের একে অপরের সাথে কোলাকুলি করতেও পরিলক্ষিত হয়। এরপর বিএনপি জামায়াতের নেতা কর্মীরা সিলেট-ঢাকা মহাসড়কে একটি মোটর সাইকেল মিছিলের আয়োজন করে। তখন রাস্তায় কোন পুলিশি অবস্থান চোখে পড়েনি। শান্তিপূর্ণ মিছিল থেকে কোন ধরণের সহিংসতার খবর পাওয়া যায়নি।