বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৩
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৪, ৮:০৭:৩২ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট: হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার দুপুরের পর এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন নূরুল হক।
জানা যায়, সোমবার বেলা ১১টর দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এ সময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছঁড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা থানায় হামলা করেন এবং থানায় আগুন ধরিয়ে দেন।
বানিয়াচং-আজমিরিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, ‘আন্দোলনকারীরা অতর্কিতভাবে থানায় আগুন দেয়। এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।’ হবিগঞ্জের সিভিল সার্জন নূরুল হক বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের বয়স ১৮-২০ বছর। অপরজন মধ্যবয়স্ক।’