দ্রুত গণতন্ত্র সুরক্ষিত করার দাবি বৃটেনের
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৪, ৯:২০:১০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দ্রুত গণতন্ত্র সুরক্ষিত রাখার প্রয়োজনের কথা তুলে ধরেছে বৃটেন। বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টর্মারের একজন মুখপাত্র বলেছেন, দ্রুত বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ডাউনিং স্ট্রিটের ওই কর্মকর্তা লন্ডনে সাংবাদিকদের বলেছেন, সম্প্রতি বাংলাদেশে যে সহিংসতা দেখা গেছে তাতে গভীর শোক প্রকাশ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, গণতান্ত্রিক রীতি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে আশাবাদী তারা। বাংলাদেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। বাংলাদেশের সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে যখন নানা জল্পনা তখন এমন মন্তব্য করেছে বৃটেন। ভারত ও বাংলাদেশের মিডিয়াগুলো বলেছে, তিনি লন্ডন যেতে পারেন।