ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৪, ৯:২১:০৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তার দেশ ত্যাগের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। এছাড়া স্মৃতি জাদুঘরে এর পাশের দুই ভবনে আগুন দিয়েছেন উৎসুক ছাত্র-জনতা।
সোমবার বিকেল ৪টার দিকে এই আগুন দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা স্লোগান দেন। এর আগে ভবন থেকে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারা। বিজয় সরণিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যও ভাঙচুর করা হয়। প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে ঢুকেও সব জিনিসপত্র নিয়ে যায় আরেকদল মানুষ। বিকালে একই সময় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েও হামলা হয়। সেখানে দলের সভাপতির অফিসও জ্বালিয়ে দেওয়া হয়। কাছাকাছি সময়ে ধানমন্ডি ৩/এ তে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়েও হামলা করা হয়।
কেন্দ্রীয় কার্যালয়ের এক কর্মচারী বলেন, এখানে কিছু লোকজন প্রবেশ করে প্রথমে ভাঙচুর ও পরে আগুন জ্বালিয়ে দেয়।