বিএনপি নেতাদের মাইকিং
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৪, ৯:২২:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার পদত্যাগের পর সিলেটের বিভিন্ন সরকারি স্থাপনা ও অফিসে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। এতে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তেজিত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট এবং কোনো নাশকতা মূলক কর্মকান্ড না করার আহবান জানিয়ে নগরীতে মাইকিং করেছে বিএনপি। সোমবার সন্ধ্যার পর কেন্দ্রীয় বিএনপি নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপি নেতারা এই মাইকিং করেন। এসময় তারা জনতাকে আইন মেনে শান্ত থাকার আহবান জানান।