সুনামগঞ্জেও হামলা ভাংচুর-অগ্নিসংযোগ
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৪, ১০:০৬:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সরকার পতনের সংবাদে সুনামগঞ্জেও চলে উচ্ছ্বাস। এসময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা-অফিসের পাশাপাশি, এসপি অফিস ও সদর থানায় হামলা ভাংচুর চালিয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনা সরকারের পতনের সংবাদ শুনে রাস্তায় নেমে আসেন সর্বস্তরের মানুষ। হাজার হাজার জনতা বিজয় মিছিল করেন। বিকেলে একদল বিক্ষুব্ধ জনতা সুনামগঞ্জ জেলা আওয়ালীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের বাসায় হামলা চালায়। এসময় তারা জেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি ও দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। বাসার গ্লাস ভাংচুর করা হয়।
এসময় বিক্ষুব্ধ জনতা সুনামগঞ্জ চেম্বার অব কমার্স, সদর থানায় হামলা ও ভাংচুর করে। পরে সাংবাদিক ও বিএনপি-জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।