সিলেটবাসীকে ধৈর্য্যধারণের আহ্বান ড. এনামুল হক চৌধুরীর
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৪, ১০:১৫:৫৭ অপরাহ্ন
ছাত্রজনতার গণঅভুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হওয়ায় সিলেটবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। কোন ধরণের অরাজক পরিস্থিতি সৃষ্টি না করে ধৈর্য্যধারণের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এক বিবৃতিতে বিএনপির আন্তর্জাতিক ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র সংগ্রাম ও ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কঠোর পরিনতি ঘটেছে। এই বিজয় শতশত ছাত্রজনতার শাহাদাতের বিজয়। এই বিজয় হাজার হাজার নাগরিকের জুলুম ত্যাগের বিজয়। এই বিজয়কে অর্থবহ করতে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনভাবেই কোন সরকারী/বেসরকারী স্থাপনা, যানবাহন ও কোন কিছুই ভাংচুর বা অগ্নিসংযোগ করা যাবে না। সিলেটসহ বিভিন্ন স্থানে কিছু দুষ্কৃতিকারী মুক্তিকামী জনতার নাম ভাঙ্গিয়ে ইতিমধ্যে অপকর্ম শুরু করেছে। এদেরকে প্রতিহত করতে হবে। যেখানেই এদেরকে পওয়া যাবে সাথে সাথে আইনশৃংঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। সিলেট হচ্ছে ধর্মীয় সম্প্রীতির নগরী। শত বছরের লালিত ধর্র্মীয় সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় সবাইকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।