দক্ষিণ সুরমায় দুর্বৃত্তদের হামলা-ভাংচুর, আহত ৩
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ৭:৪৫:৫৮ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে রোববার সকাল থেকে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট, পিরিজপুর, দক্ষিণ সুরমা থানা, চন্ডিপুল আব্দুস সামাদ চত্বরে ভাংচুর, অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দক্ষিণ সুরমা থানা ঘেরাও দেয় দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গুলিতে তিন দুর্বৃত্ত গুলিবিদ্ধ হয়। তারা হচ্ছে, দক্ষিণ সুরমা থানার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামের জমির আলীর ছেলে সায়েক আহমদ (২২), সিলাম ইউনিয়নের ডালিপাড়া গ্রামের আব্দুর রহমান খান এর ছেলে সাকিব খান ও একই গ্রামের নানু মিয়া’র ছেলে রাইয়ান আহমদ। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া দিনভর দুর্বৃত্তরা বাবনা মোড়ে বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং পিরিজপুরস্থ এমপি হাবিবুর রহমানের অফিসে অগ্নিসংযোগ, আওয়ামীলীগ নেতা কামাল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান উপহার কমিউনিটি সেন্টার ও এলাহি সিএনজি এন্ড ফিলিং স্টেশন, কুশিয়ারা সিএনজি এন্ড ফিলিং স্টেশন, আব্দুস সামাদ আজাদ চত্বর, খোজারখলাস্থ মার্কাজ পয়েন্ট, কাজিরবাজার ব্রীজের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলক ভাংচুর ও বঙ্গবীর সড়কে টায়ার জ্বালিয়ে তান্ডব চালায় দুর্বৃত্তরা।