শান্তিগঞ্জে হামলার শিকার সাংবাদিক শহীদ নূর
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ৭:৪৭:০২ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি:
আরটিভি ও দৈনিক সিলেটের ডাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদ নূর আহমদ হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টায় শান্তিগঞ্জ বাজারে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন তিনি। হামলায় গুরুতর আহত হয়েছেন শহীদ নূর। আহতাবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হামলার পর শহীদ নূর এক ভিডিও বার্তায় জানান, পূর্ব বিরোধের জেরে রাজনৈতিক কারণে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূর হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের লোকজন সংবাদ সংগ্রহের সময় তার উপর অতর্কিত হামলা করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, সাংবাদিক শহীদ নূরের উপরের হামলার তীব্র নিন্দা জানাই। ভিডিও বিশ্লেষণ করে আমরা বুঝতে পেরেছি যারা হামলা করেছেন তারা ডুংরিয়া গ্রামের মানুষ। প্রকৃতপক্ষে, যে বা যারা এই হামলা করেছেন সে আমাদের দলীয় কেউ নয়। প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
তাৎক্ষণিক আহত শহীদ নূর আহমদকে হাসপাতালে দেখতে আসেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক নূরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শহীদ নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ। তাৎক্ষণিক নিন্দা জানান সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীর মাহবুবুর রহমান, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি মাসুম হেলাল, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীসহ সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের সাংবাদিকবৃন্দ।