বিরাজমান পরিস্থিতিতে সকল মহলকে শান্ত থাকার আহ্বান সিলেট প্রেসক্লাবের
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ৭:৪৮:৩১ অপরাহ্ন
বিরাজমান পরিস্থিতিতে সকল মহলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সিলেট প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, সোমবার দুপুরের পর থেকে উদ্ভূত পরিস্থিতিতে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরসহ নানান স্থাপনায় যে কোন অনাকাঙ্খিত ঘটনারোধে সকল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সতর্ক ভূমিকা প্রয়োজন বলে বিবৃতিতে তারা উল্লেখ করেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তারা সব মহলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি