মহানগর খেলাফত মজলিসের শোকরানা সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ৭:৫২:১৭ অপরাহ্ন
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী জালিম সরকারের পতনে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে সোমবার বিকাল ৪টায় নগরীতে শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর জিন্দাবাজার থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট ও বন্দরবাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবজারে এক শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, মাওলানা রওনক আহমদ, কেএম আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সহসাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি