সিলেট বিভাগ গণদাবী ফোরামের বিবৃতি
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ৭:৫৩:৩০ অপরাহ্ন
সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে দেশব্যাপী কোটা আন্দোলনে ছাত্র, শিশু ও নাগরিক নিহত হওয়ায় শোক প্রকাশ করে নিহতদের বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।
মঙ্গলবার বিকালে নগরীর সুরমা ম্যানশনস্থ সংগঠনের কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি ও সিলেটের বিভিন্ন সমস্যা বিষয়ে এক জরুরী সভায় উপরোক্ত দাবী জানানো হয়।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে সভায় উপরোক্ত বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সিনিয়র সদস্য আনোয়র উদ্দিন বুরহানাবাদী, সাবেক মেম্বার ইর্শাদ আলী, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, মলয় চক্রবর্ত্তী এডভোকেট, রিয়াজ উদ্দিন আহমদ, প্রিন্স বাহার আহমদ চৌধুরী প্রমুখ।
সভায় দেশব্যাপী কোটা আন্দোলনে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং প্রতিটি নিহত পরিবারের কমপক্ষে একজন সদস্যকে সরকারি চাকুরী প্রদানের দাবী জানানো হয়। এছাড়া আহত সবাইকে ক্ষতিপূরণ প্রদান সহ রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসা নিশ্চিত করার দাবী জানানো হয়। আহতদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করা হয়।
কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ফেইসবুক, ইউটিউব ও ইন্টারনেট বন্ধ থাকার কারণে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবী জানানো হয়। দীর্ঘ সময় ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে সকল অফিস-আদালত, ব্যাংক-বীমা, এয়ারলাইন্স, ট্রেন, হাসপাতাল সহ সর্বত্র ইন্টারনেট নির্ভর কার্যক্রম বিঘ্নিত হওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশের সর্বত্র ইন্টারনেটের গতি অব্যাহত রাখা, অনলাইন ও ডিজিটাল নির্ভির সকল কাজে স্বভাবিক অবস্থা ফিরিয়ে আনা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবী জানানো হয়।
সিলেট মহানগরী সহ সিলেট বিভাগের সর্বত্র নিরবচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী ও বর্তমান পরিস্থিতে সর্বমহলকে ধৈর্য্য ধারণের আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি