ঢাকায় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জামালগঞ্জের সোহাগ’র দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ৮:৫৮:১৯ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লংমার্চে ঢাকায় গণভবনের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলাগুলিতে সোহাগ মিয়া (২১) নিহত হন। তার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামে। তার পিতার নাম কালাম মিয়া।
পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার গণভবনে ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া। এসময় আহত হয় তার আরেক ভাই। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে মঙ্গলবার সকালে ঢাকা থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসে।
মঙ্গলবার বেলা ২ টায় জামালগঞ্জ উপজেলার হেলিপ্যাড মাঠে তার জানাজায় হাজারো মানুষ অংশ নেন। জানাযা শেষে নিহতের গ্রামের বাড়িতে পঞ্চায়েতি কবর স্থানে দাফন করা হয়েছে।
অপর দিকে, জানাযার শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জামালগঞ্জ সরকারি কলেজ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক পরিদর্শন করে। এর পুর্বে শহরে আনন্দ মিছিল করেছে, বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জমিয়তে উলামা ইসলামের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।