বড়লেখায় শিবিরের শোকরানা সমাবেশ ও র্যালি
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ৮:৫৯:২১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
শেখ হাসিনার পতনে বড়লেখা পৌরশহরে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা শোকরানা সমাবেশ ও আনন্দ র্যালি করেছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী ফয়ছল আহমদের সঞ্চালনায় শোকরানা সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য অধ্যাপক আব্দুল মুহাইমিন, কর্মপরিষদ সদস্য আলিম উদ্দিন, কামাল উদ্দিন, মুজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুল বাছিত, ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, জেলা মানবসম্পদ সেক্রেটারি তোফাজ্জল হুসাইন, সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, বড়লেখা পৌরসভা সভাপতি হুমায়ুন কবির সাজু, শিবির নেতা কামরান হোসাইন, আব্দুর রহমান এবাদ, জাবেদ আহমদ, জেলা জামায়াত নেতা আব্দুল ওয়াহিদ, মুজিবুর রহমান, নুরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, সরফ উদ্দিন, লুৎফুর রহমান।