মিছিলে মিছিলে মুখরিত ওসমানীনগরের রাজপথ
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ৯:০০:৫৪ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি:
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দ্বিতীয় দিনে মিছিলে মিছিলে মুখরিত ছিল গোটা ওসমানীনগরের রাজপথ। জাতীয় পতাকা হাতে নিয়ে আনন্দ উল্লাস করে রাস্তায় নেমে আসে বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত, শিবিরের নেতাকর্মীসহ হাজার হাজার জনতা।
মঙ্গলবার দুপুর ১২ টায় ওসমানীনগর উপজেলা ছাত্রশিবির তাজপুর বাজার থেকে একটি মিছিল বের করে। মিছিলটি সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে তাজপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাস পদক্ষিণ করে আবার তাজপুর বাজার, তাজপুর কদমতলা সাবরেজিস্টার রোড হয়ে তাজপুর বালাগঞ্জ সড়কের মুখে এক পথ সভার আয়োজন করে। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মিজানুর রহমান, উপজেলা উত্তর শাখার সভাপতি লতিফুর রহমান, সেক্রেটারী গোফরান আহমদ, উপজেলা দক্ষিণ শাখা শিবিরের সভাপতি আব্দুল মুস্তাসির জামিল।
বিকেল আড়াইটায় তাজপুর কদমতলা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি তাজপুর বাজার প্রদক্ষিণ করে তাজপুর ডিগ্রী কলেজের শহিদ মিনারে গিয়ে শেষ হয়। বিকেল সাড়ে তিনটায় উপজেলার তাজপুর বাজার থেকে উপজেলা জামায়াতের উদ্যোগে একটি মিছিল তাজপুর কদমতলা প্রদক্ষিণ করে তাজপুর বনফুলের সামনে এসে পথ সভার আয়োজন করে। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী, সেক্রেটারি আনহার আহমদ, সহকারী সেক্রেটারী সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান।
বিকাল ৩টায় স্থানীয় তাজপুর বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি তাজপুর বাজার ও তাজপুর কদমতলা পদক্ষিণ করে তাজপুর বাজার মসজিদের সামনে এসে এক পথসভার আয়োজন করে। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ প্রমূখ।