শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় হামলা
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ৯:১২:২০ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ফলে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে দুপুরের পর থেকে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসভবন, থানাসহ বিভিন্ন স্থানে হামলা ও লুটপাট ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, গত সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর মৌলভীবাজার জেলাসহ জেলার বিভিন্ন আনন্দ মিছিল বের হয়। একপর্যায়ে থানায় এবং আ’লীগ নেতা কর্মীদের বাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শ্রীমঙ্গলের মিশন রোডে অবস্থিত কৃষি মন্ত্রীর বাসভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। থানায় দুর্বৃত্তরা হামলা চালায় এবং থানার দরজা জানালা ভাঙচুর করা হয়।
এর আগে স্থানীয় উত্তেজিত জনতা শ্রীমঙ্গল থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং টিয়াশেল এবং রাবার বুলেট ব্যবহার করে। এতে বেশ কয়েকদিন আহত হয়ে বলে জানা গেছে। এক পর্যায়ে সন্ধ্যার দিকে শ্রীমঙ্গলে সেনাবাহিনী প্রবেশ করে এবং থানায় গেটে অবস্থান নেয়।
সেনাবাহিনীকে ডিঙ্গিয়ে বিক্ষোভকারীরা থানায় প্রবেশ করতে চাইলে সেনাবাহিনী বাধা দেয় এবং তাদের সরে যাওয়া নির্দেশ দেয়। সেনাবাহিনীর সদস্য সংখ্যা কম হওয়ায় বিক্ষোভকারীদের বুঝাতে বেশ বেগ পেতে হয়। থানার পাশে উপস্থিত জামে মসজিদের মাইক থেকে বিশিষ্টজনেরা বিক্ষোভরত উন্মুক্ত জনতাদের থানায় হামলা না করার জন্য অনুরোধ ও ধৈর্য ধরণের আহ্বান জানান। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়। সেনাবাহিনীর পদক্ষেপে কারণে থানার পুলিশের জান মাল এবং সম্পদ রক্ষা করে। থানার কোন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি বলে দেখা গেছে।
তবে মঙ্গলবার দুপুরে থেকে থানার গেট বন্ধ থাকলো সেনাবাহিনীকে দেখা যায়নি। থানার প্রশাসনিক কার্যালয় ও ভিতরে আবাসিক এলাকা পুলিশ শূন্য হওয়ায় থানার ভাঙ্গা দেয়াল দিয়ে প্রবেশ করে দুর্বৃত্তরা বিভিন্ন মালামাল ও সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে। এ সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও করতে চাইলে বাধা ও হুমকি প্রদান করে দুর্বৃত্তরা।
এছাড়া ঘটনার পর স্থানীয় মেয়র মহসিন মিয়া মধু উত্তেজিত জনতাকে কোন ধর্মীয় স্থাপনা, দোকানপাট ও সরকারি বেসরকারি স্থাপনায় এর সংঘাত সংঘর্ষে লিপ্ত না হয়ে সকলকে ধৈর্যধারণের আহ্বান জানান।
মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান থানায় পুলিশ না থাকার সত্যতা নিশ্চিত করেন।