পুলিশশূন্য বিয়ানীবাজার থানা
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ৯:১৩:০৯ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ফলে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে দুপুরের পর থেকে বিয়ানীবাজার থানায় হামলা ও অগ্নিসংযোগের পর থেকে থানা তালাবদ্ধ ও পুলিশশূণ্য রয়েছে। চরম আতঙ্ক, উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, গত সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর বিয়ানীবাজার পৌরশহরে আনন্দ মিছিল বের হয়। এসময় উত্তেজিত জনতা বিয়ানীবাজার থানায় হামলা করে এবং অগ্নিসংযোগ করে। এসময় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে বিয়ানীবাজার থানায় সরেজমিনে গিয়ে দেখা যায় নেই কোনো পুলিশ সদস্য। পড়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি, আসবাবপত্র। থানা এলাকা বর্তমানে বিয়ানীবাজার পৌরসভার অধীনে রয়েছে। এ ব্যাপারটি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর সায়েক আহমদ।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী শামীম জানান, পুরো উপজেলা লন্ডভন্ড রয়েছে। তিনি জানান, শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।