সৈয়দপুর ইউনিয়ন অফিস ও পাঠাগার ভাংচুর
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ৯:১৩:৩৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষুব্ধ ছাত্র-জনতা কর্তৃক ইউনিয়ন অফিস ও পাঠাগার ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও সৈয়দপুর বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী সাধারণ পাঠাগার ভাংচুর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক আবুল হাসান বলেন, জগন্নাথপুরে কোন দিন রাজনৈতিক সহিংসতা ছিল না। এবার দীর্ঘদিনের রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। বিশেষ করে সৈয়দপুর ইউনিয়ন অফিস ও সৈয়দপুর সাধারণ পাঠাগার ভাংচুরের ঘটনা কাম্য ছিল না।