সুনামগঞ্জে মন্দির পাহারায় মাদ্রাসা ছাত্ররা
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ৯:১৬:১৮ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার মন্দিরের পাহারায় রয়েছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। এছাড়াও পৌর শহরের ও জেলার প্রতিটি উপজেলায় মন্দিরসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছে সচেতন মহলসহ সর্বসাধারণ।
মঙ্গলবার সকাল থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার খোঁজ নিয়ে জানা গেছে কোথাও কোনো মন্দির বা সংখ্যালঘুদের বসতবাড়ি বা তাদের কাউকে হয়রানি, ভাংচুর ও হামলা করার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত থেকে সংখ্যালঘুদের বসতবাড়ি মন্দির ভাংচুর করা হচ্ছে বলে গুজব ছড়ানো হয়। এর পর থেকে নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে মন্দিরে মন্দিরে অবস্থান শুরু করে মাদ্রাসার শিক্ষার্থীসহ সচেতন মহল।
তাহিরপুর উপজেলার ব্যবসায়ী সাদেক আলী জানান, উপজেলায় ব্যবসায়ীরা ভালভাবেই ব্যবসা করছে। এছাড়াও উপজেলার সর্বসাধারণ বর্তমান পরিস্থিতিতে বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ গুজবে কান দেবেন না। গুজব থেকে সবাই সর্তক থাকতে হবে।
তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা সাকিব মুন খোকন জানান, উপজেলার হিন্দু সম্প্রদায় কোনো লোককে হয়রানি করা হচ্ছে না। আর তাদের মন্দিরগুলোও নিরাপদ রয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। আমরা একে অপরের ভাই। কোনো ভাই ক্ষতিগ্রস্ত বা হয়রানি হউক আমরা চাই না।
সাংবাদিক এ আর জুয়েল জানান, সুনামগঞ্জ সম্প্রীতির শহর। কোনো ধরনের সংখ্যালঘুদের উপর হামলা হয়রানি বা মন্দির ভাংচুরের ঘটনা ঘটেনি, যা ছড়িয়েছে তা গুজব। আমি শহরের কালী মন্দিরে গিয়ে কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মন্দির পাহারায় রয়েছে দেখেছি।