কুদরতউল্লাহ মসজিদ কর্তৃপক্ষের মানবিকতা: নারীসহ ৪২ পুলিশ পেল নিরাপত্তা
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪, ১০:১৯:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন সরকারী অফিস ও স্থাপনায় হামলা চালায় বিক্ষুব্ধ মানুষ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাসের এক পর্যায়ে বন্দরবাজারস্থ এসপি অফিস ও পুলিশ ফাঁড়িতে হামলা-ভাংচুর চালায়। এসময় সেখানে থাকা পুলিশ সদস্যদের অনেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হন। তবে ভেতরে আটকা পড়ে যান ৪২ জন পুলিশ।
এসময় তারা কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের দুতলায় এসে জানালার গ্রিল ধরে বাঁচানোর জন্য চিৎকার করে সাহায্য চান। তখন মসজিদ বোর্ডিংয়ের কর্মকর্তা-কর্মচারী ও কুদরত উল্লাহ মার্কেটের একজন ব্যবসায়ী জানালার গ্রিল কেটে তাদের ভেতরে প্রবেশ করান। এক পর্যায়ে পুলিশ সদস্যের সংখ্যা বাড়তে থাকলে দুতলার গেইট খুলে তাদের মসজিদ বোর্ডিংয়ে নিরাপদ আশ্রয় দেয়া হয়। এসময় ব্যবসায়ী ও মসজিদ কমিটির পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। রাত গভীর হলে মসজিদ মার্কেটের কর্মীরা সাধারণ পোশাকে পুলিশ সদস্যদের নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছে দেন। কাউকে আত্মীয় স্বজনের জিম্মায় বিদায় দেয়া হয়। অস্ত্র রাতে সেনাবাহিনী নিয়ে যায়।
কুদরত উল্লাহ মার্কেটের ব্যবসায়ী রুবেল আহমদ জানান, বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশ সদস্যরা আশ্রয়ের জন্য কাকুতি মিনতি করেন। তখন মানবিক কারণে তাদের প্রাণ বাঁচাতে আমরা প্রথমে গ্রিল কেটে কয়েকজনকে আশ্রয় দেই। পরে যখন পুলিশের সংখ্যা বেড়ে যায় তখন সেক্রেটারী সাহেবকে অবগত করা হয় এবং তাঁর নির্দেশে দুতলার গেইট খুলে দিয়ে সবাইকে নিরাপত্তা প্রদান করা হয়। এজন্য পুলিশ সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।