গোয়াইনঘাটে জামায়াতের সভা
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৬:২১:২৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে জামায়াতে ইসলামী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন, দীর্ঘ ১৮ বছরের শ্বৈরশাসনের অবসানে এখন নতুন এক বাংলাদেশ। লুটপাট আর কোয়ারী দখলের জন্য শহীদরা রক্ত দেয়নি। এক লুটেরার হাত থেকে মুক্ত হয়ে আরেক লুটেরার হাতে ক্ষমতা দিতে চাই না। চাই দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ। সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনাদের চোখ কান খোলা রেখে দায়িত্ব পালন করতে হবে যাতে লুটপাট অগ্নিসংযোগ ভাংচুর না হয়। যারা লুটপাট করছে তারা স্বৈরাচারের দোসর।
বুধবার বেলা আড়ইটায় গোয়াইনঘাট প্রেসক্লাবে উপজেলা আমীর আবুল হোসেনের সভাপতিত্বে অর্থ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর ডাঃ আব্দুন নূর, অধ্যক্ষ নেছার আহমদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউছুফ জামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, বিএনপি নেতা আব্দুল হক, সাবেক শিবির সভাপতি নাছির উদ্দিন, সাবেক শিবির সভাপতি আরিফ উদ্দিন, গোয়াইনঘাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান। আরও বক্তব্য রাখেন চেরাগ আলী, কামাল উদ্দিন, ডাঃ আজিজুর রহমান, মীর হোসেন ও ইমরান আহমদ প্রমুখ।