৩, ১০ ও ১১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৬:২৪:৩৫ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের বিজয়কে কেন্দ্র করে কোনো সহিংসতা হতে দেওয়া যাবে না। যাতে সিলেট মহানগরীতে আর কোনো মারামারি-হানাহানি, ভাংচুর-লুটপাট না হয়, নেতাকর্মীদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে। মঙ্গলবার বাদ মাগরিব সিলেট মহানগরীর ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে ৩, ১০ ও ১১নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে দোয়া মাহফিল ও ওয়ার্ডের জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. তাইফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপি নেতা মো. কামাল মিয়া, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি শেখ জয়নাল আবেদীন, মাহবুবুর রহমান মন্তাজ, মুজাহিদ খান গুলশান, আজমল আহমদ, আশরাফ উদ্দীন, মাজেদ আহমদ চৌধুরী, শাহাদৎ হোসেন, ফখরুল ইসলাম, আবুল হোসেন খান, আব্দুল মালেক, মিনহাজুর রহমান রাসেল, ১১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ বাবু, রায়হান আহমদ, রুবেল আহমদ, খসরু, মুসা, আমিনুল ইসলাম, কয়েছ আহমদ, সাহেদ আহমদ, কায়সার আহমদ, জাফর আহমদ দুলাল, খালেদ আহমদ, মোহাইমিন শহীদ রাহী, মাহবুবুর রহমান মবু, জামাল আহমদ, মাসুম আহমদ, আব্দুল্লাহ আনছারী, কিবরিয়া, সুহেল আহমদ, হোসেন রহমান রিজভী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজীব কুমার দে রাজু, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ওয়ার্ডের সাবেক আহ্বায়ক শামসুদ্দীন আহমদ, ১০নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, আলী আকবর ফকির, লোকমান আহমদ, জালাল উদ্দীন শামীম, আব্বাস উদ্দীন, সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি